বগুড়া প্রতিনিধি :
বগুড়া সদর উপজেলায় একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বেলাল হোসেন (২৫) নামে এক শ্রমিক পুড়ে মারা গেছেন। শনিবার (১৩ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার শিকারপুরে নেংরাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার নাম ‘ওয়ান মসকিউটো কয়েল’।
নিহত বেলাল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মজিবর রহমানের ছেলে।
বগুড়া জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে এই দুর্ঘটনায় বেলাল নামে এক শ্রমিক মারা যান। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কয়েল কারখানার নিবন্ধন রয়েছে কিনা প্রশে সিনিয়ন স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ বলেন, কারখানা আগুনে পুড়ে যাওয়ায় কাগজ দেখা সম্ভব হয়নি। এখন নথি দেখলে জানা যাবে এর নিবন্ধন রয়েছে কিনা। তিনি জানান, বগুড়ায় তাদের তালিকায় প্রায় ৫০ থেকে ৬০টি নিবন্ধিত কয়েল ফ্যাক্টরি রয়েছে।