স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সমাজ হতে দুর্নীতি নিপাতের লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন, দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসব ২০২০সহ নানা ধরনের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের চেয়ে সমাজের ভূমিকায় মুখ্য’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
উক্ত দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসব-২০২০ এ প্রতিযোগিতায় দশম শ্রেণীর দু’গ্রুপ অংশ নেয়। বিজয়ী দশম শ্রেণীর ছাত্র আদিব মাহমুদ চ্যাম্পিয়ন, নুর এ জুবায়ের আহম্মেদ চ্যাম্পিয়ন ও শ্রেষ্ঠ বক্তা হিসেবে আরাফাত রহমান ফিজান চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
শনিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে তাদেরকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। উক্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরা, মনিটরিং ও ইভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, সহকারি প্রধান শিক্ষক দিবা শাখা পারভিন আকতার, প্রভাতী শাখা গ্লোরি লুবনা চাম্বুগং, প্রশাসনিক কর্মকতা শফিউল আলম নিটু, প্রেস সচিব আজাহার আলী, প্রভাষক রাশেদুল বারী, সহকারি শিক্ষক আবু হাসান সিদ্দিকী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।