স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ায় দৈনিক যুগান্তর পত্রিকার ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন করেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য আলী রেজা তোতন, ফাপোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম রকি,
জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মুন্নি সাবেরাত ইসলাম, সদস্য সাবিয়া সাবরিন পিংকি সরকার, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী আইভি আক্তার নুপুর, মেরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা, হিরো অর্গানাইজেশন নির্বাহী পরিচালক রহিমা আক্তার রিপা প্রমুখ।
কেক কর্তন শেষে দৈনিক যুগান্তরের বগুড়া প্রতিনিধি নাজমুল হুদা নাসিমের নেতৃত্বে একটি র্যালি বের হয়।