সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নে নিজের হাতে থাকা চাকু পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দপুর ১২ টার দিকে উপজেলার নারচী ইউনিয়নের চর হরিণা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মিস্টার আলী (৭)। সে বগুড়ার শহরের নারুলী এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর হরিণা গ্রামে শিশু মিস্টার আলীর নানার বাড়ি। তার মায়ের নাম রেশমা বেগম। গত চার দিন আগে সে নানার বাড়িতে বেড়াতে আসে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মিস্টার চাকু হাতে খেলতে খেলতে দৌড়ে তার নানার ফসলী জমির দিকে যাচ্ছিল। পথে অসাবধানতাবসত রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে ওই চাকুটি মিস্টারের পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি দুঃখজনক।