Read Time:1 Minute, 18 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জেলা কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) একটি র্যালি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এস.এম. আমিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিসেস কোহিনুর মোহন।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুর-ই-আলম অর্ক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিঃ সহ-সভাপতি চপল, সহ-সভাপতি মশিউল আলম দীপন, যুগ্ম সাধারণ সম্পাদক অয়ন, রাহাত,প্রচার সম্পাদক লতিফুল ইসলাম মুন্না, মহিলা সম্পাদিকা- মুক্তি, সদস্য সিহাব, রিয়াদ, সোহাগ প্রমূখ।