স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
বগুড়া শহরের পালশা হাজি গাড়ী বায়তুল আমান জামে মসজিদের পূন:নির্মান ও সম্প্রসারন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বাদ জুম্মা মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র আমিনুল ইসলাম।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব খয়বর আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম রতন, জাহিদুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় সমাজসেবক সামছুল আলম, আব্দুস সামাদ, তোজাম্মেল হোসেন, গোলাম রসুল, মেহেদী হাসান সুমন, আলহাজ্ব ইয়াসিন, জনাব আলী, বজলুর রহমান, ইনছান আলী, যুবলীগ নেতা লিটন রহমান, লিটন প্রামানিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।