স্টাফ রিপোর্টার অনুসন্ধান বার্তা :
বগুড়ায় অজ্ঞাতনামা এক পিকআপের চাকায় পৃষ্ট হয়ে মামুনুর রশিদ নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আরজি পাঁচঘড়িয়া এলাকার মৃত মোসলেম আলীর ছেলে এবং বগুড়া সেনাবাহিনীর কর্পোরাল শাখার সদস্য।
শনিবার সকালে তিনি বগুড়া-১২ ইষ্ট বেঙ্গল ক্যান্টনমেন্ট থেকে নিজ বাড়ীতে মোটরসাইকেলযোগে যাওয়ার নিহত হন।
এদিকে ঘটনার পরপরই বগুড়া সিআইডির একটি টিম অজ্ঞানাতা ওই পিকআপটি আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বগুড়া সিআইডি পুলিশের এএসপি মো. হাসান শামীম ইকবাল এতথ্য নিশ্চিত করে জানান, সেনা সদস্য মামুনুর রশিদ তার মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা পিকআপ তার মোটরসাইকেলটি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই পৃষ্ট হয়ে মারা যান। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বগুড়া সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় নিহতের ছোট ভাই আব্দুস সালাম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন। বগুড়া সিআইডি পুলিশ অজ্ঞতনামা ওই পিকআপটি উদ্ধার এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।