Read Time:1 Minute, 21 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সেবার উদ্যোক্তা মঞ্জুরুল আলম মোহনের উদ্যোগে আয়োজেন মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) শহরের বিভিন্ন এলাকার দুস্থ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, সেবার অন্যতম সংগঠক মাহফুজার রহমান প্রমুখ।