স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
পশ্চিম বগুড়া সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির মৃত সদস্য’র পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় শহরের ঝোপগাড়ীতে প্রয়াত সদস্য আব্দুর রশিদের স্ত্রী’র হাতে নগদ টাকা তুলে দেয়া হয়।
সমিতির সভাপতি খোরশেদ আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবর আলী মোল্লা সমিতির পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করেন।
এসময় সমিতির সি: সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম রিপন, কোষাধ্যক্ষ আইনুল হক, সড়ক সম্পাদক পিলু সরদার, নির্বাহি সদস্য রুহুল আমিন, প্রয়াত সদস্যর পরিবারের সদস্য ছামসুল আলম, ফাইমা, মিরাজ, মেহেদী, সৈকত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রয়াত আব্দুর রশিদ সমিতির নিয়মিত সদস্য ছিলেন। তিনি রবিবার দিবাগত রাত ৩ টায় নিজ বাড়ীতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। সোমবার বাদ যোহর মরহুমের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।