এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান।
কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইননচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার,
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন পি এম রোস্তম আলী, উজ্জল হোসেন প্রমূখ। প্রতিবাদ সমাবেশে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।