সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ পৌর সভা নির্বাচনে ১নং ওয়ার্ডেও কাউন্সিলর প্রার্থী শাহিন প্রামানিক উট পাখী মার্কায় ভোট চেয়ে পৌর এলাকার মহল্লায় গণ সংযোগ করেছেন।
বুধবার (২৭ জানুয়ারি) রাঙ্গামাটিয়া মহল্লায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন মটর শ্রমিক নেতা নজরুল ইসলাম, আব্দুলাহ আল-মামুন, মানিক, শিমুল প্রমুখ।
গণ সংযোগ কালে তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য নির্বাচনী ইশতিহার পূরনের প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া তিনি নির্বাচিত হলে এলাকার মসজিদ, মাদ্রাসা এতিম খানার উন্নয়ন, রাস্তা-ঘাট, কালভার্ট, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ সহ সড়ক বাতি স্থাপনের ব্যবস্থা করে একটি আধুনিক ১নং ওয়ার্ড গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উঠ পাখি মার্কায় ভোট চেয়ে সকলের সহযোগিতা কামনা করেন শাহিন প্রামানিক।