স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় শীতের রাতে ভূমিহীন, অসহায় ও দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন ইউএনও সঞ্জয় কুমার মহন্ত।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া গুচ্ছগ্রাম, মাদারভিটা গুচ্ছগ্রাম, নিমগাছি ইউনিয়নের নিমগাছি গুচ্ছগ্রাম, এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গুচ্ছগ্রাম পরিদর্শন শেষে অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় ১৬শ কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, ইউএনও পত্নী সুমি চৌধুরী ও এ্যাসিল্যান্ড পত্নী ফারহানা ইসলাম অজান্তা, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিঠু, ইউপি সদস্য চান্দু মিয়া ও কালের পাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজু আহমেদ প্রমূখ।