Read Time:1 Minute, 0 Second
রাশেদুল হক, শেরপুর (বগুড়া) থেকে :
বগুড়ার শেরপুরে ঘর স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩ জানুয়ারী) সন্ধ্যায় এঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা গ্রামের হযরত আলী নামের এক ব্যক্তির টিনের ঘর স্থানান্তর করতে যায় নিহত কালামসহ আরো কয়েকজন। এ সময় অসাবধানতা বসত বিদ্যুতের তার ছিড়ে টিনের সাথে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই কালাম হোসেন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।