রাশেদুল হক, শেরপুর (বগুড়া) থেকে :
ক্রীড়া পরিদপ্তরের বার্ষীক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বগুড়ার শেরপুরে ব্যাডমিন্টন টূর্ণামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) বিকেলে শেরপুরের বাগানবাড়ি শান্তি পার্ক স্কুল চত্বরে উক্ত টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শেরপুর থানা ব্যাডমিন্টন ক্লাব বনাম বাগানবাড়ি স্পোর্টিং ক্লাব অংশ নেয়। ২-১ সেটে বাগানবাড়ি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শেরপুর থানা ব্যাডমিন্টন ক্লাব চ্যাম্পিয়ন হয়।
বগুড়া জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কাউন্সিলর নাজমুল আলম খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, টূর্নামেন্ট সমন্বয়ক ইকবাল হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, টূর্নামেন্ট পরিচালক মাহমুদুল হাসান রানা প্রমূখ।