Read Time:1 Minute, 17 Second
রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় ভটভটির চাপায় শ্রী সহদেব (৫৫) নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা গেছে । রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় রানীরহাট আঞ্চলিক সড়কের নাইশিমুল বাজার এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর হিন্দুপাড়া গ্রামের শ্রী নেদুর ছেলে কৃষক শ্রী সহদেব কৃষি কাজ করতে নাইশিমুল এলাকায় আসে।
কাজ শেষে বাড়ি ফেরার সময় মির্জাপুর-রানীর হাট আঞ্চলিক সড়ক পার হতে গেলে শেরপুরগামি দ্রুত গতির একটি ভটভটি তাকে চাপা দিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই সহদেব মারা যায়। পরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।