Read Time:1 Minute, 10 Second
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
“ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণ, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২ জানুয়রি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ওবাইদুল হক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবী সংগঠন ও এতিমখানার শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।