শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ। স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা করেন তিনি। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার গোসাইবাড়ী বটতলা, আলতাদীঘী বাজার, বেলঘোড়িয়া বাজার, কেল্লাপৌষী বাজার এলাকায় স্বাস্থ্যবিধি আইন কার্যকর করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ জনকে আর্থিক দন্ড প্রদান করেন। এসময় তিনি এসব এলাকার মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কি না তা পর্যবেক্ষণ করেন। এছাড়াও যারা দিন আনে দিন খায় তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লোকজনকে অনুরোধ করা হয়। তাছাড়া আইন অমান্যকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। জনগনের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।