Read Time:1 Minute, 24 Second
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
মহান বিজয় দিবসে বগুড়ার সারিয়াকান্দি ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুলল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মন্তেজার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সদু, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ফুলবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্জুয়ারা বেগম, শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম, মাওলানা আব্দুল মান্নান, প্রভাষক সাহাদত জামান প্রমুখ।