Read Time:1 Minute, 8 Second
অনুসন্ধান বার্তা ডেস্ক নিউজ :
ইউরোপগামী নৌকা ডুবিতে কমপক্ষে ১৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা-(আইওএম) এ তথ্য জানায়।
জানাযায়, সেনেগাল উপকূলে এ নৌকাডুবি ঘটে। নৌকায় দুই শতাধিক অভিবাসন প্রার্থী ছিলেন। আইওএম জানায়, সেনেগাল উপকূলের বৌর শহর ছেড়ে যাওয়ার পর নৌকাটিতে আগুন ধরে এবং তা ডুবে যায়। ৬০ জনকে উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, অভিবাসীদের নিয়ে নৌকাটি স্পেনের ক্যানারি আইল্যান্ড হয়ে ইউরোপে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা করেছিলো। ২০১৮ সাল থেকে অবৈধপথটি মানব পাচারের জন্য বেশ জনপ্রিয়।
জাতিসংঘ জানায়, এটি ২০২০ সালে নৌকাডুবিতে অভিবাসী মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা।