অনুসন্ধানবার্তা ডেস্ক :
পাকিস্তানের টাঙ্গওয়ানি শহরের জারোয়ার এলাকায় একদল সন্ত্রাসী হিন্দু সম্প্রদায়ের একজনের বাড়িতে ঢুকে ওই পরিবারের একজন কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশ ওই কিশোরীর পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন। অজ্ঞাত দুষ্কৃতিকারীর নামে অভিযোগও নেওয়া হয়।
ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃত কিশোরীর নাম কবিতা। এদিকে অভিযোগ পাওয়ার পর পাশের বেহালকানি সম্প্রদায়ের কিছু বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
তবে সেখানে ওই কিশোরী কিংবা অপহরণকারীদের কাউকেই খুঁজে পায়নি পুলিশ। কিশোরীর পরিবারের দাবি, তারা খুবই গরিব এবং কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই।
কিশোরীকে দ্রুত উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছে হিন্দু পরিবারটি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের দাবিও জানিয়েছেন তারা।