অনুসন্ধান বার্তা ডেস্ক নিউজ :
ভারতে ১৯ বছর বসয়ী এক মডেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে পুনিত শুক্ল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় কারও কাছে মুখ খুললে ভিডিও ভাইরালের হুমকি দেওয়া হয় ওই তরুণী মডেলকে। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। এমন নৃশংস ঘটনা প্রায়ই ঘটছে ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্যে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার তৈরির জন্য সম্প্রতি গুজরাট থেকে মুম্বাইয়ে আসেন বছর ১৯ বছরের ওই মডেল। মুম্বাইয়ে উঠেন এক আত্মীয়ের বাড়িতে।
এসময় পুনিত শুক্ল নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। এরপর পুনিতের সঙ্গে দেখা করার সময়ে ওই ব্যক্তি আরও কয়েকজনকে ডেকে আনে। এরপর খাওয়া দাওয়া এবং গল্পের কথা বলে ওই মডেলকে একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। শুধু তাই নয়, ওই মডেল যদি মুখ খুলে তাহলে তার ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেয়া হয়।