Read Time:1 Minute, 6 Second
কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাহালু থানার এস আই মুকুল চন্দ্র বর্মন ও এ এস আই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাব্বি (২০) ও একই গ্রামের সোলায়মান আলীর ছেলে আব্দুল মজিদ (৩৪)।
কাহালু থানার সেকেন্ড অফিসার এসআই আবু শাহিন কাদির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।