এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালুুর মালঞ্চা ইউনিয়নের শহরগাড়ী পাল্লাপাড়া গ্রামে পুকুর থেকে উদ্ধারকৃত ২য় শ্রেণী ছাত্রী জান্নাতি (৯) হত্যা মামলায় সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
গত সোমবার রাতে স্কুল ছাত্রী জান্নাতির পিতা হোটেল বাবুচী সামছুল হক কাহালু থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার দায়েরের পর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার শহরগাড়ী পাল্লাপাড়া গ্রাম হতে সন্দেহভাজন আসামী মৃত নুরুল হকের পুত্র শান্ত রহমান জুয়েল (৩৭) ও একই গ্রামের মিয়াঁজান আলীর পুুত্র আব্দুল হামিদ (৩৫) কে গ্রেফতার করেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম জানান, হত্যা মামলায় সন্দেহভাজন ২ আসামীকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলার মালঞ্চার শহরগাড়ী পাল্লাপাড়া গ্রামে পুকুরে হতে ভাসমান অবস্থায় নিখোঁজ স্কুল ছাত্রী জান্নাতির লাশ উদ্ধার করে থানা পুলিশ ।