Read Time:1 Minute, 14 Second
এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে কাহালু থানার এসআই মুকুল চন্দ্র বর্মন ও এএস আই জাহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার গোয়ালপুকুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদরের কামারগাড়ী হাড্ডিপটি এলাকার তারু প্রামানিকের ছেলে রকি (২৬) ও পালশা হাজীপাড়া গ্রামের হাবিব শেখের ছেলে রহমত আলী (২৭)।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার তাদেরকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।