কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য বান্ধব কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উক্ত সভায় কাহালুর কালাই ইউনিয়নের কর্নিপাড়া বাজার খাদ্য বন্ধব ডিলার আব্দুল জলিল ৩০ কেজি চালের সরকারি মূল্য ৩’শ টাকার পরিবর্তে ৫/৬’শ টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য বান্ধব কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান বলেন, ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগে কাহালুর কালাই ইউনিয়নের কর্নিপাড়া বাজারে পরপর ৩ জন খাদ্য বন্ধব ডিলারের ডিলারশিপ বাতিল করা হলো।