গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে হামিদুল হক শরীফ (৪৫) নামে এক ইউপি-সদস্যকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শনিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের পাশে এঘটনা ঘটে।
নিহত হামিদুল হক শরীফ গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য এবং শরীফ পাড়া এলাকার মৃত আব্দুল হক শরীফের ছেলে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই বিপ্লব হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, ইউপি সদস্য হামিদুল হক শরীফ গোপীনাথপুর বাজার থেকে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন অন্ধকারাচ্ছন্ন মেহগনি বাগান এলাকায় দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যানচালক সাগর শেখকে হেফাজতে নেয়া হয়েছে।
এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হযরত আলী জানিয়েছেন, নিহত হামিদুল শরীফের বুক ও পাজড়ে ৪টি গুলির চিহ্ন হয়েছে। দূর্বৃত্তদের ধরতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।