Read Time:1 Minute, 18 Second
অনুসন্ধান বার্তা ডেস্ক নিউজ :
চট্টগ্রামের সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়রম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আমজাদ হোসেনের স্ত্রী ও মামলার বাদী সৈয়দা রওশন আক্তার বলেন, স্বামী হত্যার বিচার চেয়ে ২১ বছর ধরে অপেক্ষা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়ে আমি আনন্দিত।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ৩ অক্টোবর সাতকানিয়া মির্জারখিল দরবার শরিফের সামনে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।