Read Time:1 Minute, 15 Second
স্টাফ রিপোর্টার অনুসন্ধান বার্তা :
জয়পুরহাটে ফেন্সিডিলসহ হারুনুর রশীদ টুটুল (৪০) নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যাগ থেকে ৮০ বোতল ফেন্সিডিল জব্দ করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত হারুনুর রশীদ টুটুল বগুড়ার সদর উপজেলার মালগ্রাম এলাকার আবু তাহেরের ছেলে। তার কাছ থেকে জেটিভি ও বজ্রশক্তি পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধির পরিচয়পত্র পাওয়া গেছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত হারুনুর রশীদ টুটুল সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন এবং ক্রয়-বিক্রয় করে আসছিল।