বগুড়া প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ চট্টগ্রাম থেকে নওগাঁ গামী যাত্রীবাহী কোচ শ্যামলী পরিবহন তল্লাশী চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (৮ জানুয়ায়ি) এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশ বাসস্ট্যান্ডে চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেন। সকাল সোয়া সাতটায় চট্টগ্রাম থেকে নওগাঁ গামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন চেকরপাস্টেও সামনে পৌঁছালে পুলিশ বাসটির গতিরোধ করে তল্লাসি করে।
এসময় নওগাঁ জেলার রাণীনগর থানার খটেশ্বর পশ্মিপাড়ার জলিল শেখের ছেলে জাহিদুল ইসলাম শুটকা (৩০) ও কফিল সরদারের ছেলে শহিদুল ইসলাম (২৮) এর দুই পায়ের নিচে রাখা একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ তল্লাশী করে পলেথিনে মোড়ানো মোট সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বগুড়ার দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, এঘটনায় থানায় মাদক মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।