Read Time:1 Minute, 21 Second
ইমরান হোসেন ইমন, অনুসন্ধান বার্তা :
বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলার ধুনট উপজেলা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইউসুফ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের কেউড়াবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সোমবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।
এঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়েরের পর তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।