Read Time:1 Minute, 18 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে ১ কেজি গাঁজাসহ রানা বাবু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল। বুধবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রানা বাবু উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
বগুড়া র্যাব-১২ এর এসআই রেজাউল হক এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রানা বাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মাদক ব্যবসায়ী রানা বাবুর বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়েরের পর তাকে উক্ত থানায় আলামত সহ হস্তান্তর করা হয়েছে। # (ছবি আছে)