Read Time:57 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনটে সরিষা ক্ষেত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাকান্দি পশ্চিমপাড়া এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
ধুনট থানার এসআই রুহুল আমিন এতথ্য নিশ্চিত করে জানান, কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে ৭ থেকে ৮ মাসের নবজাতক শিশুটিকে কাপড়ে পেঁচিয়ে ফসলী জমিতে ফেলে রেখে যায়। পরে সংবাদ পেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।