Read Time:1 Minute, 21 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার গাবতলি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ জিল্লুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (২৪ মার্চ) দুপুরে বগুড়া জেলার গাবতলী থানাধীন নিজ কাঁকড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ’
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জিল্লুর রহমান গাবতলী থানাধীন পার-কাঁকড়া (ভাঙ্গীরপাড়া) এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
বগুড়া ডিবির ওসি আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গাবতলি থানায় মামলা দায়েরের পর আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।