বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় আনসার আল ইসলাম এর এক জঙ্গি সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা বাজারে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল্ ইসলাম এর সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হামিদুর রহমান ওরফে খালেদ মাহমুদ, ওরফে আবু তাসফিয়া ওরফে সুমন।
সে নরসিংদী জেলার রায়পুর থানার কাচারী কান্দী গ্রামের মাওলানা মাহমুদুর রহমানের ছেলে। আটককৃতের ওই ব্যক্তির কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা বাজারে অভিযান পরিচালনা করে।
এ সময় সেখান থেকে জঙ্গি সংগঠন আনসার আল্ ইসলামের ওই সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি জিহাদী বই, ১০টি জিহাদী লিফলেট, ১০টি বাংলায় লিখিত জিহাদী বই উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটককৃত ব্যক্তি নিজেকে আনসার আল ইসলাম এর দাওয়াতী বিভাগের সদস্য বলে জানিয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নরসিংন্দী ও নারায়নগঞ্জ জেলায় আরো দুটি মামলা রয়েছে।