Read Time:1 Minute, 0 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
বগুড়ায় ফুটপাতে অবৈধভাবে দোকান বসানোর অপরাধে ৪ ব্যবসায়ীকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের সাতমাথা ও এর আশেপাশের এলাকায় পুলিশ ও এপিবিএনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফেরদৌসী আরা ও তাছনিমুজ্জামান।
অভিযানে সাতমাথায় এক চটপটির দোকানদারকে ৫ হাজার টাকা, দুই ফুসকার দোকানে দুই হাজার টাকা ও অন্য এক ব্যবসায়ীকে ৫শত টাকা জরিমানা করা হয়।