Read Time:1 Minute, 11 Second
বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়া সদর উপজেলার দো-বাড়িয়া এলাকায় ঘাসের ক্ষেত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর হোসেন ওই এলাকার মৃত বদিরউদ্দিনের ছেলে এবং সে পেশায় রিক্সাচালক বলে জানাগেছে।
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, বিদেশী জাতের ঘাসের জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে প্রাথমিক তদন্তে মরদেহের শরীওে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে এটি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে।