Read Time:1 Minute, 21 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়া র্যাবের অভিযানে এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় (নয়াপাড়া) এলাকার খোরশেদ আলমের ছেলে মঞ্জুরুল আলম (২৫) ও একই উপজেলার সাং-মধ্যমারছেও এলাকার মৃত- সেলিম প্রামাণিকের ছেলে জনি (৩০)।
বগুড়া র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে এক গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।