স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোর রাতে বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়স্থ মাহাথির হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন সিংগীমারী গ্রামের মৃত সোবহানের ছেলে মহিরউদ্দিন (২০) ও দক্ষিন গড্ডিমারী গ্রামের আকিমুদ্দিনের ছেলে মানিক হোসেন (৩০)।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে ।