স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ায় ৭ লিটার লোচাই মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে বগুড়া শহরে রানার প্লাজার সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর থানাধীন বুজরুকবাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে স্বপনমিয়া (২০), ঘুনাতলা (শেখপাড়া) এলাকার মোফাজ্জল সরকারের ছেলে আবু তালেব (২০), উত্তরনারুলী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রেজাউল করিম (৩২), ফুলবাড়ি (সরকারপাড়া) এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল মতিন (৫১)।
বগুড়া র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।