স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে দুই কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন এর ধরা মধ্যপাড়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- গাবতলী উপজেলার ধোড়া (মধ্যপাড়া) এলাকার আলতাফ হোসেনের স্ত্রী শিল্পী বেগম (৩০) ও একই এলাকার মৃত তমিজ উদ্দীনের ছেলে মোজাফ্ফর হোসেন (৩৫)।
জানাগেছে, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. জয়নুল আবেদীনের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মো. মোমিনুল হক প্রধান ও মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন এর ধরা মধ্যপাড়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী শিল্পী বেগম ও মোজাফ্ফর হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রবিউল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।