স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে এক কেজি গাঁজা সহ জহুরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন চতরাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ধর্মদাস পল্লীপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রবিউল ইসলাম জানান, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. জয়নুল আবেদীন এর নির্দেশে সঙ্গীয় এসআই (নিঃ) আবুল কালাম আজাদ, এএসআই (নিঃ) মোঃ মুরাদ হোসেন, এএসআই (সঃ) মোঃ ইমান আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এঘটনায় রংপুর জেলার পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।