এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (১২ মার্চ) রাত ৯টার দিকে শাজাহানপুর থানার বনানী এলাকার হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর বুড়াটারি এলাকার আলী উদ্দিনের ছেলে গাঁজা ব্যবসায়ী আলমগীর হোসেন (২৬), নাগেশ্বরী থানার চাকেরকুঠি গ্রামের আলহাজ্ব সামছুল হক দেওয়ানীর ছেলে গাঁজা ব্যবসায়ী শাহ আলী (৩৩) ও একই এলাকার রুস্তম আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী শুকর আলী (৩৭) ।
বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় বগুড়ার শাজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীর হোসেনের নামে বগুড়ার আদমদীঘি থানায় ৬০ কেজি গাঁজার একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।