Read Time:1 Minute, 24 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ রিপন প্রামানিক (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৩ মার্চ) বগুড়ার শাহজাহানপুর থানাধীন শাকপালা শরিফ সিএনজি পাম্পের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন প্রামানিক বগুড়া জেলার গাবতলী থানাধীন সাতচুয়া গ্রামের জলিল প্রামানিকের ছেলে।
বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রিপন প্রামানিক দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য হেরোইন বিক্রি করে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ১০ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা দায়েরর পর তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।