Read Time:1 Minute, 8 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ রাকিব হাসান ওরফে শয়ন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বগুড়া সদর থানাধীন জহুরুল পাড়া এলাকার স্বপন শেখের ছেলে।
বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (৮ জানুয়ারি) রাতে বগুড়া নামাযগড় এলাকার শিল্পী হোটেলের ভেতর অভিযান পরিচালনা করা হয়। এসময় একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রাকিব হাসানকে গ্রেফতার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।