Read Time:1 Minute, 0 Second
এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ শফিকুল আলম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার (১৭ জানুয়ারি) রাতে বগুড়া সদর থানাধীন কর্নপুর জোড়গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।
বগুড়ার ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।