স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল সহ শহিদুল ইসলাম ওরফে শহিদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ম্যাচপাড়া বিল (কালারতলা) এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তেলকুপি লম্বাপাড়া এলাকার মামলত আলীর ছেলে।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মো. সেলিম বাদশাহ্ এতথ্য নিশ্চিত করে জানান, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০০ বোতল ফেন্সিডিল ও হিরো ১২৫ সিসি মোটরসাইকেল সহ শহিদুল ইসলাম অরফে শহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এঘটনায় রাজশাহী জেলার পঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।