স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার শেরপুরে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির সময় আমিনুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম, ওসি তদন্ত আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শেরপুর শহরের ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলা সদরের চর রুপসা গ্রামের সোহরাব আলী সরকারের ছেলে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, আমিনুল ইসলাম অভিনব কায়দায় শেরপুর শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়েরের পর তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।