শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরের চোমরপাথালিয়া গ্রামের কৃষক ফজর আলী খানের গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ চোরেরা ৩০ নভেম্বর সোমবার ভোরে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে। এতে ওই কৃষক সর্বশান্ত হয়ে পরেছে। এ ব্যাপারে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে ফজর আলী খান প্রতিদিনের মতো রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোয়াল ঘরে ১টি গাভী, ২টি বকনা গাভী, ১টি বকনা বাছুর ও ১টি ষাড় বাছুর তুলে তালাবদ্ধ করে ঘুমিয়ে পরে।
সোমবার (৩০ নভেম্বর) ভোর বেলা গরুগুলো গোয়াল ঘর থেকে বের করতে গিয়ে দেখতে পান গোয়াল ঘরে একটি গরুও নেই। পরে অনেক খোজাখুঁজি করেও গরুগুলোর কোন সন্ধান পাননি। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। গরুগুলো হারিয়ে সর্বশান্ত হওয়া কৃষক ফজর আলী বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত গরুগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।