Read Time:1 Minute, 25 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সাংসদ শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েলের মাতা এবং সাংসদ শেখ তন্ময়ের দাদী মোছাঃ রাজিয়া নাসের (৮৬) সোমবার রাত ৮টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।