এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
সারাদেশে হেফাজত ইসলামের নৈরাজ্য ও বিশৃংখলা সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৭ মার্চ) বিকেলে বগুড়ার কাহালু উপজেলা যুবলীগের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
বিক্ষোভ মিছিল শেষে রেলওয়ে বটতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পিএম বেলাল হোসেন।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কাহালু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজিব, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিন্নাহ সাহানা, সহ-সম্পাদক কামরুজ্জামান নয়ন, সদস্য মৃদুল, আতিকুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সভাপতি আবু বক্কর, রানা, খোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুবলীগ নেতা রাজু, শাহাদত,
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম আতিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু, উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির, সহ-সভাপতি করিম আকন্দ, সাধারণ সম্পাদক শাহিন আলম বাবু, সহ-সাধারণ সম্পাদক আতোয়ার, সাংগঠনিক সম্পাদক আতিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়জীদ, কাহালু কলেজ শাখার আহবায়ক সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব প্রমূখ।
ক্যাপসুনঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা যুবলীগের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।